সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২০৯ বারে ৬৯ লাখ ৫ হাজার ৩৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৩ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি কম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১১ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৯৬৬ বারে ৫০ লাখ ৭৮ হাজার ৫৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৩২ বারে ২ লাখ ৪৭ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ৬.২২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.১৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭১ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় ফান্ডের ৪.৬০ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৫১ শতাংশ ও ইস্টার্ন কেবলসের ৪.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস