Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬ জানুয়ারি, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য ব্যক্তিত্ব, উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্ত-এর ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি রবিবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ। এ সময় জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, তুষার ভট্টাচার্য, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহসভাপতি এমএস আহমেদ রাজু প্রমুখ। উপস্থিত ছিলেন সহ সভাপতি কমল কুমার রায়, সৈয়দ মিজানুর রহমান, সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সংগঠন সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদস্য তারেক হোসেন, এবি সিদ্দিক প্রমুখ।

পরে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতার জেলা পর্যায়ে বিজয়ী প্রাথমিক পর্যায়ের প্রথম স্থান অধিকারী বিআখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও দ্বিতীয় ৫ম শ্রেণির সাহিত্য রায়, তৃতীয় আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির তমাল চন্দ্র রায়, নিম্ন মাধ্যমিকের প্রথম গিলাবড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির জেবা ফারিহা জ্যোতি, দ্বিতীয় আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির আয়শা সিদ্দিকা, তৃতীয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির নুসরাত জাহান সুবর্ণা,প্রথম মাধ্যমিকের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির সৈয়দ মোস্তাফিজুর রহমান হিমেল, দ্বিতীয় ১০শ্রেণির ফাহিম মুনতাসির , তৃতীয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির প্রথিতী সরকার পৃথ্বি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম ঠাকুরগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণির সাব্বির রহমান এর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

শেষে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ। জেলা পর্যায়ের প্রত্যেক বিজয়ীর উত্তরপত্র কেন্দ্রীয় উদীচীতে পাঠানো হবে। কেন্দ্রীয় ভাবে সারাদেশ থেকে আসা উত্তর পত্রের মূল্যায়ন করে আগামী ৩ ফেব্রুয়ারি জাতীয় ভাবে পুরস্কৃত করা হবে বলে জানান উদীচীর জেলা নেতৃবৃন্দ।

 

শেয়ার