Top
সর্বশেষ

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ -অগ্নিসংযোগ, আটক ২০

১৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ -অগ্নিসংযোগ, আটক ২০
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা। এসময় ট্রাফিক পুলিশের একটি মোটর বাইকে আগুন দেওয়ার পাশাপাশি ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটেছে; এতে অন্তত দশ পুলিশ সদস্য আহত হয়েছে।

পরবর্তীতে বাড়তি ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আশপাশ থেকে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ভণ্ডুল হয়ে যায় বিএনপির সমাবেশও।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর কা‌জীর দেউড়ি মোড় থেকে বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ চলছিল নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে। এ সমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নুর আহম্মদ সড়কের দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। মিছিলটি কাজীর দেউড়ি মোড়ে আসতেই সেখানে থাকা পুলিশের ওপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ফুটপাতে থাকা ট্রাফিক পুলিশের একটি মোটর বাইকে আগুন দেয় নেতাকর্মীরা। প্রথম দিকে পুলিশের সংখ্যা কম থাকায় বিএনপি নেতাকর্মীদের হামলায় অন্তত দশ পুলিশ সদস্য আহত হয়েছে।

পরবর্তীতে ব্যাপক সংখ্যক ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আধঘণ্টার জন্য পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটার দিকে পুলিশ কাজীর দেউড়ির আশপাশে অভিযান শুরু করে। অভিযানে বিএনপির ২০জন নেতাকর্মীকে আটক করে। শুধু তাই নয়; জেলা পুলিশের একটি গাড়ি রেডিসন ব্লুর সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা সেখানেও হামলা করে। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর বিনা কারণে হামলা করেছে। গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। বাড়তি ফোর্স আনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।’

শেয়ার