Top
সর্বশেষ

নোয়াখালীতে গণপূর্তের অবৈধ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

১৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
নোয়াখালীতে গণপূর্তের অবৈধ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় নির্মাণকরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এ অভিযান। এ সময় মাইজদী ফ্ল্যাট রোডের দুই পাশের অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

গণপূর্ত অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর সোনালী ব্যাংক এলাকা থেকে বকশি মিজির পুল পর্যন্ত অন্তত আধা কিলোমিটার এলাকায় প্রধান সড়কের দুই পাশে শতাধিক ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণ করে। কেউ কেউ একসনা বন্দোবস্ত নিয়ে বহুতল ভবন করেছে, কেউ সামনের অংশ বন্দোবস্ত নিয়ে পিছনে ৬০-৭০ ফুট পর্যন্ত দখল করেছে। আবার কেউ কেউ কোনো প্রকার বন্দোবস্ত ছাড়াই বাঁশ, কাঠ দিয়ে খুপড়ি ঘর তুলেছে। এ বিষয়ে দখলকারীদের নোটিশ করলেও তারা স্থাপনা সরাননি। সর্বশেষ গত শনিবার মাইকিংও করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অভিযান নামে গণপূর্ত বিভাগ।

অভিযানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস সহ গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নির্র্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, অবৈধভাবে যারা সরকারি সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার