Top
সর্বশেষ

শেরপুরে ‘মডেল মসজিদ’ উদ্বোধনে উচ্ছ্বসিত মুসল্লিরা

১৬ জানুয়ারি, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
শেরপুরে ‘মডেল মসজিদ’ উদ্বোধনে উচ্ছ্বসিত মুসল্লিরা
শেরপুর প্রতিনিধি :

সারাদেশে একযোগে দ্বিতীয় দফায় মডেল মসজিদ উদ্বোধনের মধ্যে শেরপুর সদরে মডেল মসজিদ উদ্বোধন করায় স্থানীয় মুসল্লিরা উচ্ছ্বসিত। সোমবার (১৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য মসজিদের সাথে শেরপুরের এ মসজিদটি উদ্বোধন করেন।

এর আগে, উদ্বোধনকে ঘিরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজীনগন্ধায় জড়ো হোন জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা। উদ্বোধনের পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, গণপূর্ত বিভাগের প্রকৌশলি জিল্লুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলামসহ অনেকেই।

এদিকে উদ্বোধনের পর থেকেই মসজিদটি দেখতে ভিড় করছেন স্থানীয় ও দূর-দূরান্ত হতে মুসল্লিরা। এমন সুযোগ সুবিধা রয়েছে দেখে উচ্ছ্বসিত তারা। কেউ তুলছেন ছবি, কেউবা ঘুরে ঘুরে দেখছেন।

গণপূর্ত বিভাগের প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ শুরু হলে শেষ হয় প্রায় তিন বছরে।

ইসলামি ফাউন্ডেশন শেরপুরের উপ পরিচালক মোহাইমিনুল ইসলাম জানায়, আধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা রয়েছে এ মসজিদে। এরমধ্যে মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। কার্যক্রম এবং ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র,আরও রয়েছে মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা। মোট ১৪ ধরণের সুবিধা রয়েছে। এমন একটি আধুনিক মানের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনের জন্য ইসলামি ফাউন্ডেশন শেরপুর জেলার পক্ষ হতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা।

 

শেয়ার