Top

১০ দফা দাবিতে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল

১৬ জানুয়ারি, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
১০ দফা দাবিতে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল
শিমুল হাছান, ফরিদগঞ্জ :

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, অনাচার ও জনগনের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ১০ দফা এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৬ জানুয়ারী সোমবার বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ উপজেলা সদরের কালির বাজার চৌরাস্তায় উপজেলা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় হইতে শুরু করে বাস স্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিল শেষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনূসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সেলিমুস সালাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের নেতা ইসমাইল হোসেন পাটোয়ারী সহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বাচির আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মিজি, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ন আহবায়ক আমির হোসেন, আমজাদ হোসেন শিপন, ফারুক খান, জহিরুল ইসলাম, নুরে আলম চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন রনু, সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব সবুর পাটোয়ারী রুবেল, সিনিয়র যুগ্ন আহবায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজম গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান খান, আব্দুল কাইয়ুম সুমন, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলুর রহমান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আলম, সদস্য সচিব ফরিদ হোসেন পাঠান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এ সময় উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী শারমিন করিমের নেতৃত্বে শতাধিক মহিলা কর্মী মিচিলে অংশগ্রহণ করেন।

শেয়ার