Top
সর্বশেষ

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়ালো

২৮ জুলাই, ২০২০ ৮:৫৪ পূর্বাহ্ণ
করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার (২৭ জুলাই) পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ৯৭ জন। আর আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন। খবর সিএনএনের।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারর্সের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৪০২ জন মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ হাজার ৬৭৯ জন মারা গেছে ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ৪৫ হাজার ৭৫৯ জন মারা গেছে যুক্তরাজ্যে। মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ৪৩ হাজার ৬৮০ জন। ইতালিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩৫ হাজার ১১২ চর।

করোনার নতুন হটস্পট ভারতে এ পর্যন্ত মারা গেছে ৩৩ হাজার ৪৪৮ জন। ফ্রান্সে মারা গেছে ৩০ হাজার ২০৯ জন। স্পেনে মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৩৪ জন।

শেয়ার