Top

খানসামায় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৭ জানুয়ারি, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
খানসামায় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কমপ্লেক্স হলরুমে দুই শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআইও এনামুল হাসান প্রমুখ।

 

 

শেয়ার