Top
সর্বশেষ

টেকনাফে ত্রিশ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

১৭ জানুয়ারি, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
টেকনাফে ত্রিশ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: :

টেকনাফে মাদক ও মানব পাচারকারীচক্রের সক্রিয় সদস্য সিরাজুল ইসলামকে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বড়ইতলী এলাকায় মাদক ও মানব পাচারকারীচক্রের সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ সিরাজুল ইসলাম’কে আটক করেছে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন-২।

আটককৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আটককৃত সিরাজুল ইসলাম এর আগে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অবৈধভাবে মাদক বহন ও মানব পাচারের দায়ে আটক করা হয় এবং নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার