চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকার গোয়ালপাড়া গ্রামে বসত বাড়ী থেকে ফেনসিডিলসহ সাদিকুল নামের এক যুবককে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত যুবক উপজেলা গোয়ালপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে সাদিকুল মিয়া(২১)।
পুলিশ সূত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া স্কুলপাড়ার সাদিকুল মিয়ার বসত বাড়ীর পশ্চিম কোণের রুমের ভিতর থেকে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় বুধবার সকাল পোনে ৯টার দিকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বাড়ির মালিক সাদিকুল মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাদিকুল মিয়ার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।