Top
সর্বশেষ

শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৭ জানুয়ারি, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাম মোঃ হারুনুর রশিদ(৩২)। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের পশ্চিম চররুহিতা গ্রামের গোর হামিদার বাড়ির আব্দুল মান্নানের বড় ছেলে। মঙ্গলবার গভীর রাতে রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশি হাজীমারা গ্রামের বজুউল্ল্যা দরবেশের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

সে রসুলগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ী এ ঘটনার অভিযোগে স্ত্রী বৈশাখী আক্তার (১৬) এবং শাশুড়ী খুকি আক্তারকে হাজীমারা ফাঁড়ি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিহতের বাবা আব্দুল মান্নান, বোন জোসনা আক্তার অভিযোগ করেন, স্ত্রীর পরকিয়ায় বাঁধা দেয়ায় হারুনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই হত্যাকান্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। হাজ্বীমারার ফাঁড়ির থানার মামলা তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল মান্নান বলেন ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার