Top
সর্বশেষ

সেই শহীদুলের বিরুদ্ধে এবার সাইবার আইনে মামলা দিল এলবিয়ন

১৭ জানুয়ারি, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
সেই শহীদুলের বিরুদ্ধে এবার সাইবার আইনে মামলা দিল এলবিয়ন
চট্টগ্রাম ব্যুরো :

চেক প্রতারণার ৫ মামলার পর এবার সাইবার ট্রাইবুনালেও মামলার আসামি হলেন ইনোভেটিভ ফার্মার মালিক কাজী শহীদুল হাসান। সোমবার (১৬ জানুয়ারী) দায়েরকৃত এ মামলার বাদী ঔষধ প্রস্তুত ও রফতানীকারক প্রতিষ্ঠান এলবিয়নের চেয়ারম্যান রাইসুল উদ্দিন। মামলায় শহীদুলকে ধূর্ত, লোভী, সন্ত্রাসের মদদদাতা, বিশৃঙ্খলাকারী, হাঙ্গামাপ্রিয়, উচ্ছৃঙ্খল, সাইবার অপরাধী ও দৃষ্টপ্রকৃতির লোক বলে উল্লেখ করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী আবু মনছুর বলেন, সাইবার ট্রাইব্যুনালের চট্টগ্রামের বিচারক জেলা জজ এস.কে.এম. তোফায়েল হাসানের আদালত মামলাটি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার শাখাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, কাজী মোহাম্মদ শহীদুল হাসান (৪২), কাজী জাহিদুল করিম প্রকাশ রিমন (৩০), শওকত আলী প্রকাশ রিফাত (২৯), কাজী মোহাম্মদ রুবাইদুল হাসান (৩৫), কামাল হাসান (৩৮)।

মামলায় অভিযোগ করা হয়েছে, কাজী মো. শাহিদুল হাসান এলবিয়ন থেকে নগদে ও বাকিতে ঔষধ ক্রয় করে তার ব্যবসা পরিচালনা করতেন। লেনদেনের ধারাবাহিকতায় পাওনা টাকা পরিশোধের জন্য এলবিয়নকে ৩ কোটি ৫৫ লাখ টাকার বিপরীতে ৫টি চেক প্রদান করেন। কিন্তু সময়মতো চেকের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন শহীদুল হাসান। পরবর্তীতে এলবিয়ন চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন আদালতে ১৩৮ ধারায় শহীদুলের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা দায়ের করেন। এসব মামলার বিষয় অবগত হলে কাজী মো. শাহিদুল হাসান বাদী রাইসুল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি প্রদান করেন। বাধ্য হয়ে রাইসুল কাজী শহীদুলের বিরুদ্ধে গত ৭ নভেম্বর পাঁচলাইশ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে গত ৫ জানুয়ারি গভীর রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নং রোড, সানসাইন গ্রামার স্কুলের দেয়ালে, রুপনগর ক্লাবের পাশে, জেনারেল হাসপাতালের ওয়ালে ও প্রবর্তক মোড়ের সিএসসিআরের সামনে আসামি কাজী মো. শাহিদুল হাসান অন্য আসামিদের সঙ্গে নিয়ে কোম্পানি ও কোম্পানির চেয়ারম্যানের ছবি দিয়ে ‘ভেজাল ওষুধ সেবন থেকে মুক্তি চাই’ শিরোনামে পোস্টারিং করে। এ ধরণের কাজ কোম্পানির বিরুদ্ধে জনসম্মুখে আক্রমণাত্বক, মিথ্যা ও ভীতিকর তথ্য প্রদর্শনের সামিল বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

মামলায় আরও অভিযোগ করা হয়, একই কায়দায় গত ৭ জানুয়ারি নগরীর সেভরন, ডেল্টা হাসপাতাল, ইবনে সিনা, পার্কভিউ, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও প্রবর্তক মোড়ে আসামিরা পোস্টারিং করে কোম্পানি ও চেয়ারম্যানের মান ক্ষুন্ন করে। একই সাথে মামলার ২ নং আসামি জাহিদুল করিম রিমন তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে এলবিয়নের উৎপাদিত ওষুধ প্রেগাবিড-৫০ এর ছবি দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে অপপ্রচার করে। ওই পোস্টের ক্যাপশনে রিমন লিখেছেন, যেই কোম্পানি প্রোডাক্টের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট ও ব্যাচ নম্বর লিখতে ভুলে যায়, আর এই ছাগল কোম্পানির পক্ষে আর যাই হোক ভালো প্রোডাক্ট উৎপাদন সম্ভব নয়। বিদেশে ওষুধ রপ্তানিতো অনেক দূরের কথা।

মামলায় উল্লেখ করা হয়, প্রকৃত সত্য হচ্ছে আসামিগণ এলবিয়ন প্রস্তুতকৃত ঔষধ প্রেগাবিড-৫০ ক্যাপসুল এর প্যাকেটের গায়ে থাকা পণ্যের উৎপাদ তারিখ, মেয়াদ তারিখ ও ব্যাচ নং বিশেষ ক্যামিকেল দিয়ে মুছে ফেলে সহজ সরল মানুষের কাছে ভূল তথ্য প্রচার ও প্রতারণার আশ্রয় নিয়েছে। একই সাথে বাদীর ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করে ইচ্ছামত ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করে। এছাড়া মামলায় এলবিয়নের টিন সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে বিগত ২১-২২ অর্থবছরে সরকারকে ৫ কোটি ১৭ লক্ষ টাকা রাজস্ব প্রদান করার তথ্য তুলে ধরেন মামলার বাদী রাইসুল উদ্দিন।

শেয়ার