সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৯৫৩ বারে ১১ লাখ ৮৭ হাজার ৯৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ । কোম্পানিটি ৫৩৯ বারে ৮ লাখ ৬৮ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এর ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। ফান্ডটি ২ বারে ১০০ টি ইউনিট লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.২৫ শতাংশ, উইমেক্স ইলেট্রোডের ৮.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৫২ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ৮.০৬ শতাংশ, হামিদ ফেব্রিকসের ৬.৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ এবং প্যাসিপিক ডিনিমসের ৬.০৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস