ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই। মঙ্গলবার রোমে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৫ বছর।
পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপিয়ান সিনেমার শীর্ষ আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় জিনাকে। একের পর এক চরিত্রে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে শরীরে অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল জিনাকে। হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে ছিলেন। এর মধ্যেই খবর না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী।
দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’‘বিট দ্য ডেভিল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন জিনা। ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি হলিউডি সিনেমায়ও দেখা গেছে তাকে।
কয়েক দশক আগেই অভিনয় ছেড়েছেন জিনা। এরপর পা রাখেন আলোকচিত্রের জগতে। আলোকচিত্রী হিসাবে বেশ খ্যাতিও পান এক সময়ে। ১৯৭৩ সালে তার প্রথম আলোকচিত্রের বই প্রকাশিত হয়। যার নাম ইটালিয়া মিয়া। সেই গ্রন্থে ইতালির জনজীবনের কড়চাকে মূলত সাদা-কালোয় ধরে রেখেছিলেন জিনা। এক সময়ে রাজনীতির অঙ্গনেও প্রবেশ করেছিলেন তিনি।
১৯৬১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার পান জিনা। ১৯৯৩ সালে লাভ করেন ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর। কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী, ইতালির আরেক কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন। শোক প্রকাশ করেছেন আরও অনেকে।