Top
সর্বশেষ

ফেনীতে ৩৭ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

১৮ জানুয়ারি, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
ফেনীতে ৩৭ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান আটক
ফেনী প্রতিনিধি :

৩৭ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় শহরের একাডেমি রোড এলাকা থেকে ভারতীয় এসব কাপড় উদ্ধার করা হয়। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানটিও।

বিজিবি জানিয়েছে, সাড়ে ৯টায় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ৬ সদস্যের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে ৪ কিলোমিটার অভ্যন্তরে ফেনী শহরের একাডেমি রোড এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।

এ ব্যাপারে ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম জানান, র‌্যাব সদস্যের উপস্থিতিতে অভিযানে ভারতীয় ৩১৯ পিস শাড়ী, ১৮ পিস লেহেঙ্গা, ৩৪২ পিস থ্রি-পিসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।

ফেনী মডেল থানায় মামলা দায়েরের পর জেলা কাস্টমসের কাছে জব্দকৃত মালামাল হস্তান্তর করা হবে।

 

শেয়ার