Top
সর্বশেষ

হাতিয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

১৮ জানুয়ারি, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
হাতিয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
হাতিয়া প্রতিনিধি :

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (১৮ জানুয়ারী) দুপুর ১ টায় হাতিয়ার আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাদক কারবারি শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আফাজিয়া বাজার থেকে শাহিন কে আটক করে।

এসময় তার নিকট থেকে ১২০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার