Top

চিরিরবন্দরে শীতার্তদের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারি, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
চিরিরবন্দরে শীতার্তদের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও চিরিরবন্দর উপজেলা শুভসংঘের আয়োজনে উপজেলার অসহায়, দুস্থ ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন অসহায়, দুস্থ ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খালিদ হাসান। চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায়।

শুভসংঘের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, সোহাগ গাজী, মশিউর রহমান, সহ-সভাপতি মোঃ মোস্তাকিম আল হাচনাত, মোঃ মনিরুজ্জামান রনি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, ক্রিয়া সম্পাদক মোঃ আহসানুল হাবিব জিহান, সদস্য মোরশেদ আলম, মোবাশির আহমেদ, মোশরেফুল ইসলাম, রশিদুল ইসলাম, চঞ্চল রায়, রনি প্রমূখ।

শেয়ার