Top
সর্বশেষ

চট্টগ্রামে জুতার সোলের ভেতর স্বর্ণের বার, গ্রেপ্তার ২

১৮ জানুয়ারি, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে জুতার সোলের ভেতর স্বর্ণের বার, গ্রেপ্তার ২
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সীতাকুণ্ডের পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনীল পালের বাড়ির সুনীল পালের ছেলে বাসু পাল প্রকাশ সুমন (৩৫) ও বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের এলাকার পালেগ্রাম পালপাড়ার মৃত শশাংক পালের ছেলে রতন পাল (৬০)। তারা উভয়ে নগরীর পাথরঘাটা এলাকায় বসবাস করে আসছেন।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড থানার এসআই পাপেল রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে দুজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের দুইজনের বুট-জুতার সোলের নিচে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি বলেন, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বার পাচারের কথা স্বীকার করেছে। তাদেরকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হবে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা। এগুলোর ওজন ২ কেজি ৩৩২ গ্রাম।

শেয়ার