Top

ভোলায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল অটোরিক্সা চালকের প্রাণ

১৯ জানুয়ারি, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
ভোলায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল অটোরিক্সা চালকের প্রাণ
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে দ্রুতগামী ট্রাক চাপায় অটোরিক্সা চালক মো. রিয়াজ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহম্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ী সংলগ্ন চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উপজেলার দক্ষিণ চর নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ পাড়াস্থ সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ীর এলাকার চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়।

এতে অটো চালক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার