Top

ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই দিনমুজুরের ২টি গরু

২০ জানুয়ারি, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই দিনমুজুরের ২টি গরু
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে গেলো দুইটি গরু। এ ঘটনায় গোয়াল ঘর ও পাশের আরেকটি ঘর আগুন লেগে যায়। ভুক্তভোগীদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের।

শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত-রাত দুই ঘটিকায় উপজেলার মদনডাঙ্গা বাজারে মৃত লিয়াকত আলীর ছেলে ইমরান হোসেনের ঘরে ও গরুর গোয়ালে অসাবধানতাবশত এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় মহিলা মেম্বার মাহফুজা খাতুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সেখানে ছুটে যায়। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় ২টি গরু। ভুক্তভোগী ইমরান হোসেন খুবই গরিব ও পেশায় দিনমজুর। এছাড়া সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ইমরান হোসেন জানান, আমার শেষ স্থায়ী সম্বল বলতে এই গরুগুলো আর ঘরবাড়ি। দুইটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। আমার প্রায় দুই লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে এতে। সহায় সম্বল হারিয়ে আমি অসহায়।

শেয়ার