Top

ছুটির দিনে বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থী

২০ জানুয়ারি, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
ছুটির দিনে বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থী
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ মেলার ২০তম দিনে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে দেখা গেছে।

সরেজমিন ঘুরে সকাল ১১টা থেকে মেলার প্রবেশমুখে ভিড় দেখা যায়। তার আগে টিকিট কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় দর্শনার্থীদের। প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য ৪০ টাকা হলেও বাচ্চাদের জন্য অর্ধেক করা হয়েছে।

ছুটির দিন হওয়ায় সকালেই থেকে স্ত্রী-সন্তান নিয়ে মেলায় আসছে কর্মজীবি মানুষ। এমনই একজন বলেন, ৩০ থেকে ৪০ মিনিট হলো এসেছি। ঘুরে ঘুরে মেলা দেখছি। বিকেলে মানুষের চাপ বাড়বে তাই সকালেই মেলায় আসা।

আন্তর্জাতিক মেলার শুরুর দিকে মেলায় দর্শনার্থীদের ভিড় তেমন একটা ছিল না। তবে দিন যত গড়াচ্ছে দর্শনার্থীদের চাপ বাড়ছে বলে জানান মেলার কর্মচারীরা।

বাণিজ্য মেলায় রাজধানী ঢাকার আশেপাশের লোকজনেরই বেশি আগমন ঘটে এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারের লোকজন বেশি বলে জানান ব্যবসায়ীদের।

মেলায় আসা এক দর্শনার্থী বলেন, এটা রাজধানীর এক পাশে হয়ে গেছে, আমার বাসা মিরপুর। আগারগাঁও থাকতে প্রতিদিনই মেলায় যাওয়া হতো। কিন্তু এ বছর মেলার আজ ২০তম দিন, এখন আসলাম। আগারগাঁওয়ে তুলনায় এখানে মানুষ নেই বললেই চলে। হয়ত নামাজের পরে কিছু লোক হতে পারে। আর আমার মতো যা দূরে থাকেন তাদের আসতে তো কষ্ট হবেই।

শেয়ার