ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯২ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১৪৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯৯ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৯৬ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৮৯ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮৫ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার, লাফার্জহোলসিম ৮৫ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৩ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস