Top

কোটালীপাড়ায় ৭৩ তম বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

২১ জানুয়ারি, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ৭৩ তম বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ঘোষনার পরে নিজেদেরকে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা দাবি করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করেছেন ৭৩ বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নতুন ভাবে আর কোন বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার সুযোগ নাই বলে ঘোষার দেওয়ার ৫দিন পর কোটালীপাড়ায় উপজেলায় ৭৩ বীর মুক্তিযোদ্ধা এ সংবাদ সম্মেলন করেন।

শনিবার (২১ জানুয়ারি) উপজেলার টুপুরিয়া গ্রামে নির্মিত বীর বিক্রম হেমায়েত উদ্দিন স্মৃতি যাদুঘরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল হক খান লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, আমরা এই ৭৩ বীর মুক্তিযোদ্ধা ১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হেমায়েত বাহিনীতে যোগদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫১ বছর পার হয়ে গেলেও আমরা মুক্তিযোদ্ধার তালিকায় অন্তরভুক্ত হতে পারিনি। এ বিষয়ে আমরা মহামান্য হাইকোটে রিট পিটিশন করেছি। এই রিট পিটিশনে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে রুল নিশি দেওয়ার পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জামুকা আমাদেরকে তালিকাভুক্ত করেনি।

দ্রুত তালিকাভুক্ত করার জন্য সংবাদ সম্মেলন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জামুকাকে অনুরোধ জানিয়েছেন এই ৭৩ বীর মুক্তিযোদ্ধা। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হাজী মোঃ সামচুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া উপস্থিত ছিলেন।

শেয়ার