Top
সর্বশেষ

‘শিক্ষাকে আধুনিক করতে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ’

২১ জানুয়ারি, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
‘শিক্ষাকে আধুনিক করতে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ’
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন করেন,নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শনিবার (২১ জানুয়ারি) উপজেলার দলপা ইউনিয়নের ৯নং জুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলার নওপাড়া ইউনিয়নের ৪৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন দু’টি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেন,’শিক্ষাকে আধুনিক করতে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ ‘
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। বছরের শুরুতেই সারাদেশে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায়ে বই পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বিপুল, দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহিন মিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সারোয়ার জাহান কাওসার,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শফিকুল ইসলাম, জুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লুৎফর রহমান, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নাফিছা সুলতানাসহ দলীয় নেতাকর্মী প্রমুখ।

শেয়ার