Top
সর্বশেষ

মানবতার কল্যাণে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ‘দৌড়’

২১ জানুয়ারি, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
মানবতার কল্যাণে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ‘দৌড়’
নিজস্ব প্রতিবেদক :

ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তাবৃন্দ মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২৩: কল্যাণের পথচলা” শীর্ষক এক মিনি ম্যারাথনের আয়োজন করে। কোন ব্যাংকের উদ্যোগে ম্যারাথনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম এবং মানবতার কল্যাণে এটি এক অনন্য প্রচেষ্টা। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তারা মানবতার কল্যাণে এ ম্যারাথন আয়োজন করে আসছে।

আজ শনিবার ঢাকার হাতিরঝিলে আয়োজিত ম্যারাথন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নূরুন নাহার।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন, ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সারাদেশ থেকে আগত ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠান ও ব্র্যাক-এর কর্মকর্তারা দৌড়ে অংশ নেন। সিনেমা ও ক্রীড়া জগতের তারকারাও এই সামাজিক উদ্যোগের অনুষ্ঠানে যোগ দেন। এ বছরের ম্যারাথনটি প্রতিবন্ধী মানুষদের উদ্দেশ্যে উত্সর্গ করা হয়। ‘দৌড়’ অনুষ্ঠানের অংশ হিসেবে সূবর্ণ নাগরিক ফাউন্ডেশনের ২৫ জন হুইলচেয়ার দৌড়বিদ এক হুইলচেয়ার দৌড়ে অংশ নেন। এই ম্যারাথন দৌড় শুরু হয় সকাল ৭:০০টায়। ব্র্যাক ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠান ও ব্র্যাক-এর ৫,০০০ জনের বেশি কর্মকর্তা ৫.৬০ কি.মি. দূরত্বের দৌড়ে অংশগ্রহণ করেন, যা পুলিশ প্লাজার নিকটে শুরু হয়ে হাতিরঝিল লেকের বিভিন্ন প্রান্ত ঘুরে একই স্থানে শেষ হয়।

শেয়ার