Top

র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই

২৩ জানুয়ারি, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই
নিজস্ব প্রতিবেদক :

জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান ‘রণ বীর’ ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

এর আগে রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র‍্যাব। রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়েছে।

বিপি/এএস

শেয়ার