Top
সর্বশেষ

অনবায়নযোগ্য আবর্জনায় ভরপুর জাবি’র কেন্দ্রীয় মাঠ

০৮ ফেব্রুয়ারি, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
অনবায়নযোগ্য আবর্জনায় ভরপুর জাবি’র কেন্দ্রীয় মাঠ
সার্জিল খান, জাবি :

অনবায়নযোগ্য প্লাস্টিক, ওয়ানটাইম চায়ের কাপ, বিভিন্ন ধরনের কোমল পানীয়র বোতল, চিপসের মোড়কে সয়লাব জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকলেও দর্শনার্থীদের আগমন থেমে থাকেনি। ফলে দর্শনার্থীদের ফেলে যাওয়া উচ্ছিষ্টে পরিবেশ দূষণ হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী ও দর্শনার্থীরা মাঠে বসে সময় কাটানোর জন্য কেউ পত্রিকা বিছিয়ে বসেন কেউ মাঠের ঘাষের উপরে বসেন। তবে যাওয়ার সময় পত্রিকাটা রেখেই চলে যান-এভাবে মাঠ নোংরা হচ্ছে। আবার কেউ কোমল পানীয় পান করে বোতল মাঠেই ফেলে চলে যায়। আড্ডার সময় অনবায়নযোগ্য প্লাস্টিক জাতীয় দ্রব্য ও খাবারের উচ্ছিষ্ট মাঠে ফেলে যাওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সহকারি মাঠ পরিচালক আলি জানান, ‘প্রতিদিন দর্শনার্থীরা মাঠে আড্ডা দিয়ে মাঠ নোংরা করে যায়। আমাদের দায়িত্ব মাঠ দেখাশোনা করা, মাঠ পরিস্কারের দায়িত্ব এস্টেট শাখার।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমিন জানান, ‘ক্যাম্পাসে খেলাধুলা বন্ধ থাকার কারনে মাঠ নিয়মিত পরিস্কার করা হচ্ছে না তবে শীঘ্রই এস্টেট শাখার সাথে যোগাযোগ করে পরিস্কার করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের এস্টের শাখার সাথে যোগাযোগ করা হলে শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান জানান,‘ক্যাম্পাস অফ থাকার কারণে কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছি , তাছাড়া সব কিছু খতিয়ে দেখবো।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. খবির উদ্দিন পরিবেশের উপর এসব আবর্জনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানান, ‘ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার হচ্ছে না এটা দুঃখজনক। পলিথিন জাতীয় পদার্থগুলো মাটির সাথে মিশে না,ফলে কোনভাবে মাটির গভীরে প্রবেশ করলে অক্ষতথাকে এবং উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে।এসব পলিথিন জাতীয় পদার্থগুলো বিভিন্ন ক্ষতিকর রঞ্জক পদার্থ সৃষ্টি করে যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের সৃষ্টি করতে পারে।’

শেয়ার