Top
সর্বশেষ

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২৩ জানুয়ারি, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সজিব মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এই অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ী সজিব মিয়া মৃগী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ বলেন, উপজেলার চন্দ্রকোনার রানীগঞ্জে মৃগী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সজিব মিয়া নামের একজনকে পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারার অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার