Top
সর্বশেষ

কারাগারে ছক কষে জামিনে বেরিয়ে ডাকাতি

২৩ জানুয়ারি, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
কারাগারে ছক কষে জামিনে বেরিয়ে ডাকাতি
ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা হয় কারাগারে। জামিনে বেরিয়ে কারাগারের পরিকল্পনার ছক অনুযায়ী ফিল্মি স্টাইলে বাস্তবায়িত হয় ডাকাতি।প্রাথমিক অবস্থায় ধরাছোঁয়ার বাহিরে থাকতে পারলেও শেষ রক্ষা হয়নি ডাকাত দলের। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদলের নেটওয়ার্কের তথ্য চলে আসে পুলিশের হাতে। ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে পিরোজপুর থেকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হয় সোনাগাজী মডেল থানা পুলিশ।

ডাকাতির পর সিটিটিভি ক্যামেরায় পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়লেও ডাকাতদের শনাক্ত করতে শুরুর দিকে বেশ বেগ পেতে হয় পুলিশের। জানা গেছে, স্থানীয় একাধিক ব্যক্তি ডাকাতদের তথ্য দিয়ে সহায়তা করলেও ডাকাতির ঘটনায় তারা সরাসরি অংশগ্রহন করেনি। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন ডাকাতের ছবি ভাইরাল হলেও তারা ছিলো ধরাছোয়ার বাহিরে। এরমধ্যে গত বছরের (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয় বহু স্বর্ণ দোকানে ডাকাতির মুল হোতা হাসান জমাদ্দার ওরপে ল্যংড়া হাসান। গোয়েন্দা পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে সোনাগাজীর অর্জুন জুয়েলার্সে ডাকাতির মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ

কর্মকর্তাদের কাছে ঘটনার সাথে ডাকাত জাফর ও আরিফের জড়িত থাকার তথ্য ফাঁস করেন লেংড়া হাসান। তথ্য পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ গত (৩০ ডিসেম্বর) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার চরদুয়ারী বাজারে অভিযান চালিয়ে মো: রাকিব ও আয়নাল মাল নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করেন পুলিশ। পরে ফেনীর আদালতে তারা দুইজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করেন। তবে ঘটনার বিষয়ে তদন্ত চলাকালে কোন তথ্য জানাতে রাজি হননি তদন্ত কর্মকর্তা এবং থানা ও জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

ডাকাতি ঘটনার রহস্য অনুসন্ধান করতে গিয়ে একাধিক সূত্রের মাধ্যমে গুরত্বপুর্ণ তথ্য পায় প্রতিবেদক। পরিচয় গোপন করার শর্তে সেই তথ্যের সত্যতা নিশ্চিত করেন পুলিশের একাধিক কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চিহিৃত এক ডাকাত সর্দারের সাথে কারাগারে পরিচয় হয় পিরোজপুরের ডাকাত জাফরের। পরিচয়ের এক পর্যায়ে ডাকাত জাফরের ডাকাতি নেটওয়ার্কের ব্যাপরে জানতে পারে সে। তারা ফেনীতে স্বর্ণ দোকানে ডাকাতির পরিকল্পনা করেন।

পরে তারা দুইজন পৃথক সময়ে কারাগার থেকে মুক্তি পেয়ে ফেনীতে একত্রিত হয়ে পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়েন। স্থানীয় সূত্র থেকে তথ্য পেয়ে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একাধিকবার সোনাগাজীর জমাদারবাজারে গিয়ে অর্জন জুয়েলার্সে অনুসরন করেন। ডাকাতি পরিকল্পনা চুড়ান্ত হওয়ার পর ঘটনার দিন তারা ছয়জন দুটো মোটরসাইকেলে ফেনী থেকে লালপোল সড়ক হয়ে সোনাগাজীর জমাদারবাজারে গিয়ে ডাকাতি সংগঠিত করেন।

পালিয়ে যাওয়ার সময় একই পথে না গিয়ে তারা ভিন্ন পথে সোনাগাজী মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট বাজার অতিক্রম করে ফেনী সদররে বালিগাও ইউনিয়নে গিয়ে পোষাক পরিবর্তন করেন। পরে তারা ফেনী পৌরসভার সার্কিট হাউজ সড়ক হয়ে শর্শদি অবস্থান করেন। ভাগভাটোয়ার পর যে যার সুবিধামতো স্থানে আত্মগোপনে চলে যায়।

ওই সূত্রে আরও জানা গেছে, ডাকাত সর্দার লেংড়া হাসানের কাছে তথ্য পেয়ে পুলিশ ডাকাত জাফর ও আরিফ ধরতে অভিযান চালিয়ে ব্যার্থ হয়। পুলিশের অভিযানের খবর জানতে পেরে ডাকাত জাফর তার ভাতিজা রাকিবকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি সরিয়ে ফেলতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে রাকিব শরনাপন্ন হয় আয়নাল মালের। পরে তারা উভয়ের সিদ্ধান্ত অনুসারে মোটরসাইকেলটি আয়নাল মালের বাড়ির খড়ের গাধার মধ্যে লুকিয়ে রাখেন।

গত বছরের (৩০ অক্টোবর) দুপুরে দুটো মোটরসাইকেলে ছয়জন ডাকাত সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের জমাদারবাজারের অর্জুন জুয়েলার্সে হানা দেয়। দোকানের মালিক অর্জুন চন্দ্র ভাদুড়ি বাধা দিলে তারা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দোকানে রক্ষিত বিপুল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। স্থানীয়রা টের পেয়ে তাদের ধরার চেষ্টা করলে এলোপাথারি বোমা ফাটিয়ে তারা বীরদর্পে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত অর্জুন ভাদুড়ি দশদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, ডাকাতির সাথে জড়িত রাকিব ও আয়নাল মালকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা দুইজন দায় স্বীকার আদালতে জবাবন্ধি দিয়েছেন। স্থানীয় কে বা কারা ডাকাতদের সহযোগিতা ও তথ্য প্রদান করেছে সে বিষয়ে তদন্ত চলছে।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান আশাবাদ ব্যক্ত করে বলেন, পলাতক ডাকাতরা খুব শিগ্রই গ্রেপ্তার হবে।

শেয়ার