দুর্বৃত্তদের মারপিটে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে লোকজন নিয়ে বিশেষ বৈঠক করছিলেন ইউপি চেয়ারম্যান রনি। এ সময় ১০-১২জন দুর্বৃত্ত লাঠি, লোহার রড নিয়ে ওই অফিসে চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা করে এলোপাথারি মারপিট করতে থাকে। এসময় দুর্বৃত্তদের রডের আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় চেয়ারম্যান রনি। মারপিট শেষে দুর্বৃত্তরা সটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে রাতেই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।