Top

সরস্বতী পূজা উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা

২৪ জানুয়ারি, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
সরস্বতী পূজা উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

প্রতি বছরের ন্যায় আলো ছড়াতে এবারও আসছেন বিদ্যার দেবী সরস্বতী। আর এজন্যি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামা উপজেলার মৃৎ শিল্পীরা। প্রথম পর্যায়ে মাটি ও খড় দিয়ে তৈরী এসব প্রতিমা রোদে শুকানোর পর তারা ব্যস্ত এখন প্রতিমায় রং করা নিয়ে।

জানা যায়, সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা যায়। এ পূজা সাধারণ পূজার নিয়মেই হয়। তবে কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়। এর মধ্যে অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শীষ এবং বাসন্তী রঙের গাঁদা ফুল অন্যতম।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খানসামা বাজার, পাকেরহাট বাজার সহ কুমারপাড়ায় চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে চলেছেন। তৈরীকৃত এসব প্রতিমা আকার ভেদে এসব প্রতিমা ৬০০-২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার পাকেরহাট সরকারী কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী লিটন রায় বলেন, প্রতি বছরের মতো জ্ঞানের আলো ছড়াতে আসছেন বিদ্যার দেবী সরস্বতী। এবারও বিদ্যা তথা দেশ ও সমাজের জন্য এবারও প্রার্থনা করবো।

পাকেরহাট ধর্মদেব আর্ট এর মৃৎশিল্পী ধর্মদেব রায় বলেন, সরস্বতী পূজা উপলক্ষে কয়েকবছর ধরেই প্রতিমা তৈরী করে বিক্রি করছি। এবারও বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করছি। তবে ঠাকুর তৈরি ও সাজসজ্জায় যে কাঁচামাল ব্যবহার করা হয়, তার দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কম হচ্ছে।

ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সরস্বতী পূজা উদযাপন করা হবে৷ এসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে থানা পুলিশ।

শেয়ার