১৯৮৮ সাল। তখন স্বৈরাচার জেনারেল এরশাদ সরকার ক্ষমতায়। গণতন্ত্র পুনরুদ্ধার করে স্বৈরাচারকে বিদায় করতে গণজোয়ার তুঙ্গে। সারাদেশে সভা-সমাবেশে চষে বেড়াচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ২৪ জানুয়ারি রবিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। সেই সমাবেশে বিমানবন্দর থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীর বহরসহ ট্রাকে চড়ে লালদিঘীর দিকে অগ্রসর হন আজকের প্রধানমন্ত্রী। কিন্তু সেদিন শহরের কোতয়ালী মোড়ে পৌছতেই পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা করে। অল্পের জন্য ভাগ্যের বদৌলতে বেঁচে যান আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ সেই থেকে দিনটি ইতিহাসের পাতায় কলঙ্কিত দিন হিসেবে ঠাঁই করে নিয়েছে। সেদিন নিহতদের স্মরণে প্রতিবছর এ দিনটিকে চট্টগ্রাম গণহত্যা দিবস হিসেবে পালন করে হয়ে থাকে। এবারও ৩৫ তম বছরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটিকে পালন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা এগারোটায় চট্টগ্রাম আদালতস্থ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম চৌধুরী বাবুলসহ আওয়ামী লীগ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও শহীদদের পরিবারের সদস্যরা।
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ২৪ জানুয়ারি ১৯৮৮ সালের চট্টগ্রামের আন্দোলন স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলন বেগবান করেছিল। এ আন্দোলনের স্ফুলিঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এরশাদের পতন হয়। দেশে গণতন্ত্র ফিরে আসে।
প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বিকালে লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহর লক্ষ্য করে গুলি করে পুলিশ। শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান ২৪ জন নেতাকর্মী। এ ঘটনায় এরশাদের আমলে আদালতে কোন মামলা করা যায়নি। পরে ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী মো. শহীদুল হুদা বাদি হয়ে মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি গতি পায়নি। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। আদালতের আদেশে সিআইডি মামলাটি তদন্ত করে ১৯৯৭ সালের ১২ জানুয়ারি প্রথম এবং অধিকতর তদন্ত শেষে ১৯৯৮ সালের ৩ নভেম্বর দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে তৎকালীন সিএমপি কমিশনার মীর্জা রকিবুল হুদাসহ আট পুলিশ সদস্যকে আসামি করা হয়।