Top
সর্বশেষ

পুরুষরা যেভাবে নিজেদের চুলের যত্ন নেবেন

২৫ জানুয়ারি, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
পুরুষরা যেভাবে নিজেদের চুলের যত্ন নেবেন
লাইফস্টাইল ডেস্ক :

নারী আর পুরুষের শরীরের গঠন আলাদা। শুধু তাই নয়, শরীরের পাশাপাশি তাদের চুলের ধরনও ভিন্ন হয় থাকে। নারীর তুলনায় বেশি রুক্ষ হওয়ার কারণে পুরুষের চুলের জন্য বেশি যত্ন নেয়া প্রয়োজন। চুলের পরিচর্যার কিছু সহজ টিপস জেনে নেই, যা প্রয়োগ করলে ফুটে উঠবে আপনার স্বাভাবিক সৌন্দর্য-

>মেহেদি ও ডিম মিলিয়ে সপ্তাহে অন্তত একদিন লাগান। চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

> শ্যাম্পু করার আগে চুলে তেল ম্যাসাজ করুন। তেলের সঙ্গে আমলা বাটা, বাদাম বাটা, সিরকা মিশিয়ে নিন।

> শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিন।

> চুল কালার না করাই উত্তম কাজ। কারণ চুল কালার করার ফলে চুলের ক্ষতি হতে পারে। চুল রুক্ষ হয়ে যেতে পারে।

> নিয়মিত চুল আঁচড়ালে খুশকি হওয়ার আশঙ্কা কমে যাবে।

>চুল নিয়মিত পরিষ্কার করুন। কারণ অপরিচ্ছন্ন চুলে খুশকি হয় বেশি।

>চুলের সঙ্গে সামঞ্জস্যহীন ব্র্যান্ডের ভালো শ্যাম্পু ব্যবহার করুন।

> নতুন চুল গজাতে পেঁয়াজের রসের সঙ্গে আমলকির রস মেশান। মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করে ঘণ্টাখানিক রেখে শ্যাম্পু করে ফেলুন।

>চুলের পুষ্টির জন্যে বেশি করে পানি জাতীয় খাবার, পানি, ফল, শাক-সবজি ইত্যাদি নিয়মিত খেতে হবে। এতে চুল শুধু ঝলমলে আর সুন্দরই হবে না, চুল ঝরে পড়াও বন্ধ হবে।

>মাথার ত্বকে ফোসকা বা ঘামাচি দূর করতে সপ্তাহে একদিন নিমপাতা ভেজানো পানি দিয়ে মাথা ধুয়ে নিতে হবে।

শেয়ার