সরকারের পদত্যাগ, ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ- সভাপতি ওবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, বিশেষ অতিথি সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ইউনুস আলী, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভীন, পৌর যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান লিটন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মো. নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে দিবসটিকে “গণতন্ত্র হত্যা দিবস” উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। ১০ দফা দাবিও পেশ করেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।