Top
সর্বশেষ

মুরাদনগর হাজী আব্দুল গফুর কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৫ জানুয়ারি, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
মুরাদনগর হাজী আব্দুল গফুর কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিন :

কুমিল্লার মুরাদনগর উপজেলার হাজী আব্দুল গফুর কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে জানুয়ারি বুধবার সকাল ১০ টায় শ্রীকাইল হাজী আব্দুল গফুর কিন্ডার গার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও শ্রীকাইল কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুল হক জর্জ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আলমগীর সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুস সালাম, মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, কথা সাহিত্যিক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহম্মদ, হাজী আব্দুল মতিন মেম্বার, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম, অষ্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি শিক্ষার্থী আফিয়া জাহিন‌ হক, মুরাদনগর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, মুরাদনগর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী আব্দুল গফুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কাজী আব্দুল জলিল।

হাজী আব্দুল গফুর কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছাকিনা আক্তার ও তাহমিনা আক্তার মুক্তার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: শ্রীকাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান, প্রভাষক জাহানারা বেগম প্রভাষক ফেরদৌসী আক্তার, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক ফয়েজ আহমেদ, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম বাবু, মোজাম্মেল হক নাছির, সাবেক সদস্য আনোয়ার হোসেন আনু, মোঃ আব্দুল হক, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক ছাদেকুর রহমান, ইঞ্জিঃ ওবায়দুর রহমান, মোঃ হাবিবুর রহমান, আব্দুল করিম মেম্বার, আব্দুল কাদের, মোঃ হাবিবুর রহমান, মোঃ গোলাম কিবরিয়া, দিদার হোসেন খান, রেজাউল করিম পলাশ, মোঃ আবুল কাশেম, অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ আলম, তাহমিদুল হক শোভন, তাওহীদুল হক সম্রাট প্রমূখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ‌।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার