Top
সর্বশেষ

খাদ্য সংকটে আফ্রিকার দক্ষিণাঞ্চলের সাড়ে ৪ কোটি মানুষ

২৯ জুলাই, ২০২০ ৯:৪৯ পূর্বাহ্ণ
খাদ্য সংকটে আফ্রিকার দক্ষিণাঞ্চলের সাড়ে ৪ কোটি মানুষ

খরা-বন্যার সঙ্গে করোনাভাইরাস মহামারির প্রভাবে সৃষ্ট পরিস্থিতির কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৩টি দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ খাদ্য সংকটে।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানায় আঞ্চলিক সংস্থা সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)। এই সংখ্যা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে বলছে তারা।

এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘করোনাভাইরাস মহামারির বিধ্বংসী প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ আর দারিদ্রতা ব্যাপক হারে বেড়েছে।

‘করোনার বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রম, চাকরি ও রেমিট্যান্সের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে উল্লেখ করে এসএডিসি বলেছে, ‘শহুরে দরিদ্রদের মধ্যে যারা অনানুষ্ঠানিক খাত কিংবা স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল, তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।’

২০২০ সালে এই অঞ্চলের ৮৪ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। তাদের মধ্যে ২৩ লাখ শিশুর জীবন বাঁচানো চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয় প্রতিবেদনে।

মার্চ থেকে স্কুল বন্ধ থাকায় স্কুলে দেওয়া খাদ্যে নির্ভরশীল বাচ্চারা অপুষ্টিতে ভুগছে বলে উল্লেখ করা হয়।

এসএডিসির সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা করোনায় ভুগছে বেশি, সাড়ে চার লাখের বেশি সংক্রমণ ও মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার।

শেয়ার