Top

বিআরটিসি বাসের চাপায় স্ত্রী নিহত স্বামী ও ছেলে আহত

২৭ জানুয়ারি, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
বিআরটিসি বাসের চাপায় স্ত্রী নিহত স্বামী ও ছেলে আহত
রংপুর প্রতিনিধি :

বিআরটিসি বাসের চাপায় লিপি রানী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্বামী ও ছেলে। শুক্রবার বিকেলে রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাস রংপুর মেডিকেল মোড়ের দিকে আসছিল।

নগরীর কেল্লাবন্দ যুগীটারীর বাসা থেকে মোটরসাইকেলে করে মন্টু সরকার, তার স্ত্রী লিপি সরকার ও ছেলেসহ মেডিকেল মোড় এলাকায় আসলে বিআরটিসি বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে লিপি সরকার মারা যান।

এ ঘটনায় আহত মন্টু সরকার ও তার ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, বিআরটিসি
বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে খোঁজা হচ্ছে।

শেয়ার