Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

২৮ জানুয়ারি, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯৯ লাখ ২৯ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের  ১ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ১১৩ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৯ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের৮৭ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৭৬ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকার, ইউনিক হোটেলের ৭৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ৬৭ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার