Top
সর্বশেষ

এনজিওতে চাকরির সুযোগ

২৮ জানুয়ারি, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
এনজিওতে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক :

এনজিও সংস্থা মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ অফিসার।

পদের সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা : এমকম, এমবিএস/ এমবিএ পাস করতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

মাইক্রোফাইন্যান্সে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস ও অ্যাকাউন্ট বিষয়ক সফটওয়্যার চালনায় দক্ষ হতে হবে।

বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ২৮০০০-৩০০০০ টাকা। তবে কনফার্মেশন করার পর ৩০ হাজার -৩৫ হাজার টাকা প্রদান করা হবে। সঙ্গে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

 

আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি, ২০২৩

 

শেয়ার