Top

শীতে গরম পানি পানের উপকারিতা

২৮ জানুয়ারি, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
শীতে গরম পানি পানের উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক :

কুয়াশার চাদর মুড়িয়ে আবির্ভূত হয় শীতের সকাল। সোয়েটার চাদর ছাড়াও শীতে প্রতিদিন সামান্য গরম পানি খাওয়া হয়ে থাকে অনেকের। দুই হাতের তালুতে গরম কাপ ধরে পানি খেতে যে কত আরাম, তা যিনি ওই পানি পান করেন তিনিই জানেন! শীতে হালকা গরম পানি পান করলে যে শুধু ওজনই কমবে তা নয়। সঙ্গে রয়েছে বহু উপকারিতা। দেখে নিন সেগুলো-

ওজন কমানো

গরম পানি খেলে শরীরের স্নেহজাতীয় পদার্থ ভাঙকে সহায়তা হয়। ফলে স্নেহজাতীয় পদার্থ জম হতে সুবিধা হয়। ওজন কমাতে হলে ভোরে উঠে এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে তা পান করুন। এতে ক্ষুদা কমে যায়। ফলে খাওয়ার পরিমাণ এমনিতেই কম হয়।

টক্সিন বের হয়

গরম পানি ভালো হজম হয়, শুধু এমনই নয়; শরীরের ক্ষতিকারক টক্সিনও বের করে দেয়। ঘামের মাধ্যমে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায়।

কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বল দূর হয়

গরম পানি খেলে পেটে গ্যাস বা অম্বলের সমস্যা হয়ে যায় দূর। দেহে রক্তচলাচল বাড়ে যদি খাওয়া হয় গরম পানি। এতে শীতের জবুথবু ভাব কাটিয়ে পেশী সঞ্চালনা মসৃণ হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা থেকে পাবেন রেহাই।

নারীদের স্বাস্থ্যে উপকারি

রিরিয়ডের সময়ের পেটে যন্ত্রণা কমে যায়। গরম পানি পান করলে তলপেটের পেশীতে আরাম মেলে। টানা ব্যথার হাত থেকে মেলে মুক্তি।

ত্বকের যত্নে

ত্বকে অকালে বলিরেখা পড়া, ব্রণর সমস্যা থেকে নিজেরে দূরে রাখতে হলে সময়ে সময়ে পান করুন গরম পানি। এতে ত্বক থাকবে টানটান, হবে জেল্লাদার।

 

শেয়ার