Top
সর্বশেষ

হাতিয়ায় বিষ পানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

২৯ জানুয়ারি, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
হাতিয়ায় বিষ পানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
হাতিয়া উপজেলা প্রতিনিধি :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শাবনুর নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোছাম্মৎ শাবনুর (১৯ ) উপজেলার হাতিয়া সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের মেয়ে এবং হাতিয়া ফজলুল আজিম মজিলা কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায় নিহত শাবনুর দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। শনিবার রাত ১০ টায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন শাবনুরের মৃত্যু হয়। তিনি উপজেলার পূর্বচরচেঙ্গা গ্রামের আলাউদ্দিনের মেয়ে ।

নিহতের পরিবার সূত্র জানায়, শনিবার রাত ১০ টার দিকে নিজ কক্ষে কীটনাশক পান করে শাবনুর । পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃতে ঘোষণা করেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার