Top
সর্বশেষ

শেরপুরে বিলুপ্ত প্রজাতির প্রাণী মেছো বাঘ উদ্ধার

২৯ জানুয়ারি, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
শেরপুরে বিলুপ্ত প্রজাতির প্রাণী মেছো বাঘ উদ্ধার
শেরপুর প্রতিনিধি : :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতির প্রাণী মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ ও থানা পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে ওই মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার সকাল ৮টার দিকে বন্দভাটপাড়া গ্রামে বাবু’র বাড়ীর একটি কাঠাল গাছে মেছো বাঘটিকে দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় পুলিশ ও বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন সেখানে গিয়ে এলাকাবাসীদের সহযোগীতায় মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পরে থানা কর্তৃপক্ষ ওই মেছো বাঘটিকে রাংটিয়া রেঞ্জের পক্ষে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নিকট পাহাড়ে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করেন। এসময় মেছো বাঘটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে।

 

শেয়ার