সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১৮ বারে ৩ লাখ ৬৭ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৫ বারে ১৫ লাখ ৩০ হাজার ৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৯৭ বারে ১১ লাখ ৬১ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন ক্যাবলসের ৩.৯৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৩.৯০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৮৩ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ২.৭১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস