Top
সর্বশেষ

নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৯ জানুয়ারি, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি :

গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের অধীনে নোয়াখালী সদরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ৩২৪ টি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালী এর উদ্ভোধন করবেন।

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্ভোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯ টি ১০ তলা ভবনে ৩২৪ টি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের আবাসন সমস্যার সমাধান হবে। নবনির্মিত এই ৯ টি ভবনে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট, ইন্টারকম, গাড়ি রাখার পার্কিং, অগ্নিনির্বাপন ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং সুউচ্চ সীমানা প্রাচীরে ঘেরা এলাকাটি পরিকল্পিত আবাসিক এলাকায় রূপ নিয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে থাকা দুটি পুকুররে চারদিকে কংক্রিট ব্লকে বাঁধাই করে দৃষ্টিনন্দন করা হয়েছে।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, ২১২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ৯ টি ১০ তলা ভবনের নির্মাণ গত জুন মাসে শেষ হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এগুলো সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে হস্তান্তর করা হবে।

শেয়ার