লালমনিরহাট পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ ওয়াজেদ আলী হত্যার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টায় পাটগ্রাম সীমান্ত থেকে আটক করেছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। আটক প্রধান আসামি নাহিদুজ্জামান বাবু পাটগ্রাম শহরের আব্দুস সামাদ প্রধানের ছেলে।
জানা গেছে, গত ২০ জানুয়ারি পাটগ্রাম শহরে নিজ বাড়ীর সামনে রাত সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ এম এ ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে রিফাত হোসেন বাদী হয়ে নাহিদুজ্জামান প্রধান বাবুকে প্রধান আসামি করে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ১০ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় উত্তেজিত হয়ে ওঠে নিহতের পরিবার ও পাটগ্রামের মানুষ। আসামি গ্রেপ্তারের দাবিতে নানান কর্মসূচী পালন করে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পাটগ্রাম সীমান্ত থেকে আটক করা হয় আসামিকে। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় পাটগ্রামে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। তবে প্রধান আসামি গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।