Top

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত

৩০ জানুয়ারি, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধিঃ :

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে।

গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সোমবার দুপুরে জয়াগ ইউনিয়নের গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা।

গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সাংসদ মো. ইব্রাহিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, ভারতীয় হাইকমিশনারের স্ত্রী মানু ভার্মা, হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি অনিমেশ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইবাব গোনদেন সহ স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি বৃন্দ।

বক্তারা মহাত্মা গান্ধীর জীবনী, কার্যক্রম ও গুনাবলি নিয়ে আলোচনা করেন। পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শেয়ার