সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৯৬ বারে ২০ লাখ ১২ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেএমআই হাসপাতালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৮৪ বারে ১৪ লাখ ৭ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০ বারে ৩ লাখ ৯৫ হাজার ৩৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৪.৪৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.২৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৩.৮৯ শতাংশ, ইউনিক হোটেল ও রিসোর্ট ৩.৪১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.১৫ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ২.৭৪ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস