Top
সর্বশেষ

বণিক সমিতির উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী হোসেনের স্মরণে দোয়া মাহফিল

৩১ জানুয়ারি, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
বণিক সমিতির উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী হোসেনের স্মরণে দোয়া মাহফিল
লক্ষ্মীপুর প্রতিনিধি : :

চন্দ্রগঞ্জ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সদ্য প্রয়াত সদস্য মোঃ হোসেন এর স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি ) রাতে বণিক সমিতির উদ্যোগে গণমিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চন্দ্রগঞ্জ বাজার নব নির্বাচিত কমিটি। এসময় নবনির্বাচিতদের পরিচিতি ও ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান অতিথি চন্দ্রগঞ্জ থানা আঃলীগের সভাপতি আবুল কাশেম এবং বিশেষ অতিথি সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব কন্ডাক্টর।

অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ বাজার নবনির্বাচিত বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, আঃলীগের সহ প্রচার সম্পাদক মনছুর আহমেদ,এবং বণিক সমিতির অর্থ বিষয় সম্পাদক মোরশেদ আলম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিতদের পরিচিতি ও ফুলের মালা পরিয়ে দেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম।

গত ১৩ জানুয়ারি শুক্রবার সকাল ৭ ঘটিকার দিকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী হোসেন মারা যান।

 

শেয়ার