ইউক্রেন আগামী দুই বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।
সোমবার পলিটিকো ডট ইইউ ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে তিনি এ মত প্রকাশ করেন। খবর ইয়েনি শাফাকের।
ডেনিস শ্যামিহাল বলেন, আগামী দুই বছরের মধ্যে ইইউতে যোগদানের জন্য আমাদের একটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ইউক্রেন আশা করেছিল ২০২৩ সালের মধ্যে আলোচনার প্রাথমিক পর্যায় শুরু হবে।
কিয়েভ আনুষ্ঠানিকভাবে ইইউ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার চার দিন পর রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। যেটিকে মস্কো একটি ‘বিশেষ সামরিক অভিযান’বলে অভিহিত করে।
ইউরোপীয় কমিশন গত বছরের ১৭ জুন ইউক্রেনের ইইউ সদস্য আবেদনের বিষয়ে তার মতামত দেয়, যার পরে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে প্রার্থীর মর্যাদা দেয়।
গত ডিসেম্বরে ইউক্রেনের পার্লামেন্ট ইউরোপীয় কমিশনের সুপারিশকৃত বেশ কয়েকটি বিল দেশটির ইইউ যোগদান প্রক্রিয়া আরও এগিয়ে গেছে।
বিপি/এএস