চাকুরীর প্রলোভন দেখিয়ে ৩০ জনের কাছ থেকে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওয়াহেদ আলী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। সোমবার রাতে লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক ওয়াহেদ আলী সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০ জনের কাছ থেকে ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করে।
ওয়াহেদ আলী লালমনিহাট জেলাসহ বিভিন্ন জেলার শিক্ষিত বেকারদের চাকুরী দেবার কথা বলে তাদের কাজ থেকে টাকা নিয়ে ভ‚য়া নিয়োগপত্র প্রদান করা। টাকা আত্মসাৎ করার পর পরেই তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। ঘটনাটি র্যাব-১৩ জানতে পেরে তথ্যপ্রযুক্তির সাহায্যে সোমবার রাতে লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাহাট বাজার থেকে তাকে গ্রেফতার করেন। র্যাবে জিজ্ঞাসাবাদে সে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে।